ঢাকা, রবিবার   ২৩ জুন ২০২৪

 সাক্ষ্য দিতে সিনেটে যাচ্ছেন না মাইকেল ফ্লিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ২৩ মে ২০১৭ | আপডেট: ১৪:৪৪, ২৩ মে ২০১৭

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তে সাক্ষ্য দিতে সিনেটে যাচ্ছেন না মাইকেল ফ্লিন। ইন্টেলিজেন্স কমিটির সমন প্রত্যাখ্যান করবেন তিনি।
অপসারিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের আইনজীবী এমন মন্তব্য করেছেন। রাশিয়ার রাষ্ট্রদূত সেরগেই কিসলিয়াকের সাথে আতাঁতের অভিযোগে বরখাস্ত হন ফ্লিন। এক আলাপে তিনি রাশিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আশ্বাস দেন রুশ রাষ্ট্রদূতকে। এই ঘটনা হোয়াইট হাউজ কর্মকর্তাদেরও তিনি বিভ্রান্ত করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর থেকে নিয়োগের এক মাসের মাঝে কোন জ্যেষ্ঠ কর্মকর্তার চাকুরি হারানোর ঘটনা এটাই প্রথম।

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি